টঙ্গী পাইলট স্কুল এন্ড গার্লস কলেজের নতুন অধ্যক্ষ হারুন অর রশিদ
রেজানুর ইসলাম,গাজীপুর:
গাজীপুরের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান টঙ্গী পাইলট স্কুল এন্ড গার্লস কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে নিয়োগ পেয়েছেন অত্র প্রতিষ্ঠানের সহকারী অধ্যাপক হারুন -অর-রশিদ।
খবরের সময়ের সাথে একান্ত সাক্ষাৎকারে তিনি বলেন, দীর্ঘদিনের নানা অব্যবস্থাপনা ও অনিয়মের বেড়াজাল ছিন্ন করে প্রশাসনিক দুর্বলতা দূরীকরণ ও শিক্ষার মান উন্নয়নের মাধ্যমে টঙ্গী পাইলট স্কুল এন্ড গার্লস কলেজের হারানো ঐতিহ্য ফিরিয়ে আনব ইনশাআল্লাহ।
আগামী দিনে টঙ্গী তথা গাজীপুরের প্রতিটি অভিভাবকের আস্থার কেন্দ্রবিন্দু হবে টঙ্গী পাইলট স্কুল এন্ড গার্লস কলেজ। শুধু ভালো ফলাফল নয় আমরা প্রতিটি শিক্ষার্থীকে ভালো মানুষ হিসাবে গড়ে তুলতে চাই। ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসাবে নিয়োগ পাওয়ার পর ২০/০৫/২৫ ইং তারিখ সকল শিক্ষক/শিক্ষিকা প্রভাষক/প্রভাষিকাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন।
টঙ্গী পাইলট স্কুল এন্ড গার্লস কলেজের সমন্বয়কারী ও সিনিয়র শিক্ষক আজিজুল হক রাজুর সঞ্চালনায় উক্ত সভায় বক্তব্য রাখেন সহকারী অধ্যাপক রাখি সাহা,শিক্ষক প্রতিনিধি প্রভাষক আনিসুর রহমান ও অভিভাবক সদস্য মাহবুবুর রহমান শাহিন। সভাপতির বক্তব্যে অধ্যক্ষ হারুন -অর-রশিদ বলেন,দীর্ঘ এক যুগের অধিক সময় ধরে শিক্ষকরা ইনক্রিমেন্ট থেকে বঞ্চিত হয়েছেন আগামী এক মাসের মধ্যে আপনাদের সবাইকে ইনক্রিমেন্ট দেওয়া হবে। এখন থেকে সততা,স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে গণতান্ত্রিক প্রক্রিয়ায় প্রতিষ্ঠান চালাবো। আপনারা সবাই আন্তরিকতার সাথে নিজ নিজ দায়িত্ব পালন করলে টঙ্গী পাইলট স্কুল এন্ড গার্লস কলেজ অচিরেই তার হারানো গৌরব ফিরে পাবে ইনশাআল্লাহ।
নবনিযুক্ত ভারপ্রাপ্ত অধ্যক্ষ ইতিমধ্যে শিক্ষা প্রতিষ্ঠানের সার্বিক উন্নতির লক্ষ্যে গাজীপুরের মাটি ও মানুষের নেতা সাবেক সংসদ সদস্য শিক্ষা বন্ধু বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব হাসান উদ্দিন সরকারের সাথে মতবিনিময় সভা ও শুভেচ্ছা বিনিময় করেছেন।